বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর সীমান্তবর্তী এলাকা কাটলা থেকে ৮ টি স্বর্ণের বারসহ গুলজার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক গুলজার রহমান ২নং কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
(২২ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় উপজেলার ২নং কাটলা ইউনিয়নের কাটলা-বিরামপুর পাকা রাস্তার পাশের বিদ্যুৎ এর ‘স’ মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বিরামপুর কাটলা বাজারের রাস্তা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাটলা বাজারের সামনে অবস্থান নেয় বিরামপুর থানা পুলিশ। এসময় সেখানে গুলজার রহমানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে গুলজার রহমান ওই স মিলের কাঠের গুড়ির নিচে স্বর্ণের বারগুলো রেখে পালানোর চেষ্টা করেন। এসময় ৮টি স্বর্ণের বার উদ্ধারসহ গুলজার রহমানকে হাতেনাতে আটক করে পুলিশ। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া আটটি স্বর্ণের বারের ওজন ৮০ ভরি।
Leave a Reply