নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামের মোঃ রহম আলীর মেয়ে মোছাঃ হেনা বেগমের সঙ্গে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোঃ খুরশিদ মিয়ার ছেলে মোঃ এরশাদ মিয়ার সঙ্গে ১৫ বছর আগে ইসলামি শরীয়া মোতাবেক রেজিষ্ট্রি কাবিন মূলে বিবাহ হয়।
বিয়ের পর দাম্পত্য জীবনে ২ টি পুত্র সন্তান , ১ টি কন্যা সন্তানের জন্ম হয়। সম্প্রতি এরশাদ মিয়া হেনা বেগম কে তার বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা এনে দিতে চাপ দেয়। হেনা বেগম বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করলে এরশাদ মিয়া, তার বাবা খুরশিদ মিয়া , তার মা মোছাঃ নুরজাহান বেগম হেনা বেগম কে শাররীক ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। গত ৩ জুলাই এরশাদ মিয়া সহ বাড়ির লোকজন হেনা বেগম কে মারপিট করে ছেলে মেয়েদের সহ বাড়ি থেকে বের করে দেয়।
এ ঘটনায় মোছাঃ হেনা বেগম বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মাধবপুর থানার এসআই ওয়াহিদ গাজীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ টি তদন্ত করা হয়েছে। এরশাদ মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।
Leave a Reply