আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া জেলার মিরপুর থানার চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মোঃ আব্দুল মজিদ খাঁর একমাত্র ছেলে মোঃ আব্দুর রহমান ০৮ (আট) আজ আনুমানিক ২.৪৫ মিনিটের সময় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পানির মধ্যে আপন বোন ইরিনের সঙ্গে পেপসির বোতল নিয়ে খেলা করতে করতে হঠাৎ পেপসির বোতল হাত হতে ছুড়ে দুরে সরে গেলে আব্দুর রহমান বোতল ধরতে গিয়ে পানির মধ্যে তলিয়ে যায়। তার বোন ইরিন কিছুক্ষণ খোজাখুজি করার পর ভাইকে উদ্ধার করতে না পেরে চিৎকার করে। চিৎকারে পথচারী মোটরসাইকেল জৈনক ব্যক্তি শুনে প্রতিবেশীদের জানালে প্রতিবেশীরা অনেক খোজাখুজি করার পর পুকুরের মধ্য থেকে আব্দুর রহমানের মৃতদেহ উদ্ধার করে। ঘটনা স্থলে মিরপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত শুভ্র কুমার দাস, ইমারজেন্সি ফোর্স হিসেবে ছিলেন এস আই সুমন কাদরি। ১নংচিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন পিস্তল, ০১নং ওয়ার্ড মেম্বর মোঃ কফের আলী , ০২ নং ওয়ার্ড মেম্বর মোঃ আব্দুস সাত্তার, সুলতানপুর সিদ্দিকীয়া, মিরপুর, কুষ্টিয়ার গণিত শিক্ষক মোহাঃ মওলা বক্স ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply