মোঃরাসেদুল মিয়া
”স্টাফ রিপোর্টার”
বেতাগি উপজেলা
প্রেম মানে না ধর্ম, বর্ণ, গোত্র, জাত-কুল, জাতিগত ভেদাভেদ। তারই প্রমাণ রেখেছেন মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর গ্রামের সুনীল কুমারের মেয়ে ও সুবিদখালী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী জয়ন্তী রানী মালা।
তিনি একই উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের মোঃ জাহাঙ্গীর খানের ছেলে মোঃ খোকনের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেছেন। ব্যক্তিগত জীবনে মালা ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু।
জয়ন্তী রানী মালা ধর্মান্তরিত হওয়ায় নাম পাল্টে হয়ে গেলেন ফাতেমা বেগম। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এলাকার লোকজন থেকে জানতে পারা যায় জয়ন্তী রানী মালা বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বরিশাল জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর জনৈক মসজিদের ইমামের মাধ্যমে কালিমা শরীফ পাঠ করে মুসলিম হন।
পরবর্তীতে বরিশাল জেলা চৌমাথা বাজার নিকাহ্ রেজিস্ট্রার কার্যালয় থেকে ফাতেমা বেগম ও মোঃ খোকন বিয়ে করেন।
ইসলাম ধর্ম গ্রহণ করা ফাতেমা বেগম (জয়ন্তী রানী মালা) বলেন মুসলমানদের ধর্মীয় রীতিনীতি এবং আচার অনুষ্ঠান ছোট বেলা থেকে আমার ভালে লাগত। তাদের ছেলে মেয়ে দের সাথে চলাফেরা করতে করতে ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস ও আস্থার সৃষ্টি হয়। তাই আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে এ ধর্ম গ্রহণ করি।
Leave a Reply