মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় রোমান মিয়া (১৯) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (০২ জুন) রাতে জুড়ী উপজেলার জাফরনগর ইউনিয়নের কন্টিনালা এলাকায় ঘটনাটি ঘটে।
রুমান বেলাগাঁও এলাকার ছওয়াব আলীর ছেলে। সে পেশায় রিকশাচালক।
জানা যায়, বৃহস্পতিবার রাতে কন্টিনালা আতিকিয়া মাদ্রাসার সামনে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোমানকে প্রত্যক্ষদর্শীরা দেখতে পান। পরে সেখান থেকে ফয়সল আহমদ ও তারেকুল ইসলাম নামের দুই ব্যক্তি তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুলতান মুহাম্মদ জাকির রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার তদন্ত ওসি আবুল কালাম বলেন, হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
Leave a Reply