শামিম হোসাইন যশোর জেলা প্রতিনিধি,যশোর শহরের মুড়লী রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে কয়লা বহনকারী ট্রাকের সংঘর্ষে চালক নিহত ও হেলপার আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় যশোরের সঙ্গে খুলনার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, খুলনা থেকে একটি ট্রাক বেনাপোলের দিকে যাচ্ছিল। মুড়লী রেলক্রসিং দিয়ে রাজশাহী থেকে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের গেট খোলা থাকায় ট্রাকটি ট্রেন লাইনে উঠে যায়। এসময় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক আকবর আলী (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা ওই ট্রাকের হেলপারকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে গেটম্যান থাকলেও দায়িক্ত পালন করে না। প্রায় সময় ট্রেন আসলে গেটটি স্থানীয়রা বন্ধ করে থাকেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply