রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ভাড়া দেয়া দোকান ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষ মো. ওবায়দুল হক আকন রনিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার নলবুনিয়া বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে। এতে একটি রাইস মিলের আংশিকসহ একটি টেইলারের দোকান ও একটি টাইস মিস্ত্রীর মালামাল রাখার ঘর পুড়ে ছাই হয়ে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওবায়দুল হক আকন রনি ঐ এলাকার মো. লাল মিয়া আকনের ছেলে।
মো. ওবায়দুল হক আকন রনি অভিযোগ করে জানায়, স্থানীয় মৃত জামাল উদ্দিন হাওলাদারের ছেলে আমির হোসেনের সাথে ভূমিহীন জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ২৮ এপ্রিল জমির কাগজপত্র নিয়ে (রাজাপুর-কাঁঠালিয়া) সার্কেল অফিসে বসার কথা ছিল। আমির হোসেনের বৈধ কোন কাগজপত্র না থাকায় হেড়ে যাওয়ার ভয়ে প্রশাসনের দৃষ্টি ঘোড়ানোর জন্য নিজের ভাড়া দেয়া দোকান ঘরে আগুন দিয়ে ওবায়দুলকে ফাঁসানোর চেষ্টা করছেন।
স্থানীয় রাইস মিলের মিস্ত্রী আব্দুস ছালাম জানায়, কাপড়ের দোকানে প্রায়ই ইস্ত্রি মেশিনে বিদ্যুৎ সংযোগ দিয়ে চলে যেতেন। ঘটনার দিনও রাতে ইস্ত্রি মেশিনে বিদ্যুৎ সংযোগ দিয়ে কাজ করতে ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সংযোগ বিচ্ছিন্ন না করে দোকান বন্ধ করে চলে যায়। ঐখান থেকে আগুননের সূত্রপাত হয়েছে বলে আব্দুস ছালামের দাবী।
ঘর মালিক মো. আমির হোসেন মাস্টার জানায়, জায়গাজমি নিয়ে ওবায়দুলের সাথে আমার ঝামেলা চলে। ওবায়দুলই এই আগুন লাগাতে পারে।
উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স ষ্টেশন আব্দুল খালেক জানায়, আগুন লাগার অনেক পরে খবর পেয়ে ঘটনা স্থানে যাই। উপস্থিত সবাই দাঁড়িয়ে দেখছে। আগুন নিভাতে কেউ চেষ্টা করেনি। এমনকি ঘর মালিকের কাছে আগুন নিভানোর কাজে কোন সহযোগীতা চেয়েও পাইনি। তবে আগুন লাগানোর কোন আলামত পাওয়া যায়নি।
Leave a Reply