গাজীপু,প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মহাসড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার মাওনা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মটরযানের ড্রাইভার, হেলপার, ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা রোধকল্পে চালকদের করনীয়, যাত্রীদের সাথে হেলপার ও ড্রাইভারদের আচরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এবিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শ্রমিকদের প্রশিক্ষণ শালায় বিভিন্ন রোডসাইন সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং পুলিশের সেবা গ্রহনের জন্য সরকারি মোবাইল নাম্বার দেওয়া হয়।
Leave a Reply