1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
সখিপুরে কুকুরের মমত্ববোধ দেখে আবাক এলাকার সাধারণ মানুষ। - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
ad

সখিপুরে কুকুরের মমত্ববোধ দেখে আবাক এলাকার সাধারণ মানুষ।

Reporter Name
  • Update Time : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫১১ Time View

মির্জা সাইদুল ইসলাম সাঈদ
স্টাফ রিপোর্টার,

হলিউড, বলিউড, ঢালিউড ছাড়াও অনেক সিনেমা কিংবা সার্কাসে বিভিন্ন বন্যপ্রাণী,বিশেষ করে কুকুর, বানর, হাতি ঘুড়ার নানান রকম প্রদর্শনী বা চিত্রায়ন সাধারণত আমরা দেখে থাকি। তাছাড়া ইউটিউব বা (সোস্যাল মিডিয়া) ফেসবুকের বদৌলতেও আমরা অনেক সময় নানা রকম অবাক করা বিষয় অবলোকন করে থাকি। যেমন অল্প কিছু দিন আগেই সোস্যাল মিডিয়ার এক ভিডিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তা হলো একটি ছাগলকে দেখা যায় একটি গরুর বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। যদিও ভিডিও টি তে ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ ছিলোনা এমন হাজারও ঘটনা হয়তো লোকচক্ষুর আড়ালেই থেকে যায়, কিন্তু  এবারের বিষয় টি একটু ব্যতিক্রম।

টাংগাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামের পল্লী চিকিৎসক আশীষ কুমার বর্মনে বাড়িতে ঘটেছে এমনই এক কুকুরের মর্মস্পর্শী মমত্ববোধের ঘটনা। একটি বিড়াল মাস খানেক আগে দুটি বাচ্চার জন্মদেয়। এর কয়েকদিন পর “মা” বিড়াল টি মরে যাওয়ার ফলে ছোট্র বিড়াল ছানা দু’টি হয়ে যায় মাতৃ হারা। সপ্তাহান্তে আরও একটি বাচ্চাও মৃত্যু বরণ করে, যার ফলশ্রুতিতে অপর বাচ্চাটি একা হয়ে গেলে, মাতৃস্নেহে এগিয়ে আসে আশীষ কুমার বর্মনের পালিত একটি “মা” কুকুর। দীর্ঘদিন যাবৎ ওই বিড়াল শাবকটি কুকুরের দুধপান করেই বেঁচে আছে এবং বেড়ে উঠছে আপন গতিতে।  প্রকৃতির এমন লীলা দেখতে প্রতিদিন ওই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ ছুটে আসছে আশীষ কুমার বর্মনের বাড়িতে।

স্ব-শরীরে দূর্গাপুর গ্রামে গিয়ে দেখা যায় আশিষ কুমার বর্মনের বাড়ির উঠানে মা হারা ওই বিড়াল ছানাটিকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। যা দেখে যে কেউ অবাক হবারই কথা।এ যেন মায়ের সবটুকু মমত্ব দিয়েই বাচ্চাটিকে আঁকড়ে আগলে ওই রেখেছে কুকুরটি। বিড়াল ছানাটিও যেন নির্ভয়ে, পান করছে মাতৃদুগ্ধ।

জানতে চাইলে এ বিষয়ে আশিষ কুমার বর্মন  বলেন, আমি নিজেও জানতাম না হঠাৎ একদিন বিষয়টি  আমার চোখে পড়ে প্রথমত আমি কুকুরটির মমত্ব দেখে অবাক হই এবং তাৎক্ষণিক ঘটনাটি ভিডিও ধারণ করি। বর্তমানে বিড়াল শাবকটি ওই কুকুরের বুকের দুধ খেয়েই বড়ো হয়ে উঠছে। এটি নিয়ে  বর্তমানে এই এলাকা তথা আশেপাশের এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি
হয়েছে।

এ বষয়ে ওই এলাকার প্রিয়মুখ, মো.দেলোয়ার হোসেন মাস্টার বলেন, আশ্চর্য জনক এই ঘটনাটি শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখি বিড়ালের বাচ্চাটিকে কুকুর দুধ খাওয়াচ্ছে। এমন দৃশ্য দেখে আমি বেশ আবেগাপ্লুত হই, আল্লাহ তায়ালার এমন কুদরতি খেলা বুঝার সাধ্য আসলে আমাদের নেই। তবে এমন ঘটনা দেখে একজন মানুষ হিসেবে অনেক কিছু ভাববার বা শেখার বিষয় আছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল বলেন, এমন ঘটনা দেখে অবাক হওয়ার মতো কিছু নেই। এমনটি এক প্রাণির সঙ্গে আরেক প্রাণির মহব্বতের ফলে সৃষ্টি হয়ে থাকে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি