1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
সার্টিফিকেট অর্জনের জন্য নয়, কারিগরি শিক্ষা নিয়ে দক্ষ জনশক্তিতে পরিনত হতে হবে- বগুড়ায় জিআইটির উদ্বোধনে প্রো-ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয় - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
ad

সার্টিফিকেট অর্জনের জন্য নয়, কারিগরি শিক্ষা নিয়ে দক্ষ জনশক্তিতে পরিনত হতে হবে- বগুড়ায় জিআইটির উদ্বোধনে প্রো-ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়

বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

বগুড়া প্রতিনিধিঃ

সার্টিফিকেট অর্জনের জন্য নয়, কারিগরি শিক্ষা নিয়ে দক্ষ জনশক্তিতে পরিনত হতে হবে- বগুড়ায় জিআইটির উদ্বোধনে প্রো-ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়

কর্মমুখী ও কারিগরি শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জনশক্তিকে জনসম্পদে পরিণত করে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে বেকারত্ব হ্রাস ও শতভাগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “গাক ইনস্টিটিউট অফ টেকনোলজি (জিআইটি)’র শিক্ষা কার্যক্রমের অগ্রযাত্রা শুরু হলো।

শুক্রবার (২ ফেব্রুয়ারী’২০২৪) গাক প্রধান কার্যালয়স্থ গাক কনফারেন্স হল, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় আনুষ্ঠানিকভাবে জিআইটি’র শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সুলতান-উল-ইসলাম।

গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ সুলতান-উল-ইসলাম গাক’র বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। কর্মমুখী শিক্ষা গ্রহণ করে দেশের জনশক্তিকে দেশের জন্য কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। শুধু সার্টিফিকেট অর্জনই নয় প্রকৃত শিক্ষা গ্রহণ করে কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ আলোকিত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ সাইয়েদুজ্জামান, ডিপার্টমেন্ট অব এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস), রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব এ্যাগ্রোনমি এ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সংস্থার পরিচালক (এমএফ-১) পঙ্কজ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। কারিগরি শিক্ষা কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন জিআইটি’র অধ্যক্ষ মোঃ আহসান হাবিব।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (সোশ্যাল) মোঃ রাশিদুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ হুমায়ন খালেদ, পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান,পরিচালক (এমএফ -২) মখলেসুর রহমান, পরিচালক (এসএমএপি) মোঃ আবু রায়হান মিয়া, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস সাদাত। যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মোঃ আনিসুর রহমান, যুগ্ম পরিচালক (সিসি) মোঃ রবিউল ইসলাম, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ রাফিউল ইসলাম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশনে) জিয়া উদ্দিন সরদার প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক অনুমোদিত গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি) ৫টি ট্রেডে মোট ১০০জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু করলো।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি