1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
সখীপুরে সন্তানসহ শিক্ষককে হত্যার হুমকি দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - dainikbijoyerbani.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
ad

সখীপুরে সন্তানসহ শিক্ষককে হত্যার হুমকি দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩০ Time View

মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)

স্টাফ রিপোর্টার দৈনিক বিজয়ের বাণী;

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমাবংকী সিনিয়র ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার সহকারি শিক্ষক ফজলুল হক সিকদার ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সখীপুর-ঢাকা সড়কের প্রতিমাবংকী মাদরাসার সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক -স্বেচ্ছাসেবী সংগঠনসহ সহস্রাধিক এলাকাবাসী নারী পুরুষ অংশ নেয়। এসময় ঢাক সাগরদিঘী সড়কের প্রতিমা বংকী এলাকায় ঘন্টাব্যাপী বিশাল যানযটে অনেক যানবাহন আটকা পড়ে।

মানববন্ধনে প্রাণনাশের হুমকিদাতাকে তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদ আজাদ, সরকারি মুজিব কলেজের সাবেক অধ্যাপক এম এ গফুর মিয়া, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, চাকদহ দাখিল মাদরাসার সুপার হোসেন আলী, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানোয়ার হোসেন, প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালমান কবির, কৃষক শ্রমিক জনতালীগ নেতা আশিক জাহাঙ্গীর, রকিবনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রতিমাবংকী একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া, ইউপি সদস্য নজরুল ইসলাম, বেড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার মো. কামরুজ্জামান প্রমুখ । তিন দিনের মধ্যে হুমকি দাতারা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলেও জানান বক্তারা।

উল্লেখ্য: গত ১৭ আগস্ট রাতে অজ্ঞাত এক মুঠোফোনের নাম্বার থেকে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারি শিক্ষক ফজলুল হক সিকদারের নিকট ৭ লাখ টাকা চাঁদাদাবি করেন। টাকা না দেওয়া হলে তার একমাত্র সন্তান শাহরিয়া হক তুর্যকে অপহরণ ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় পরদিন সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। দীর্ঘদিনেও পুলিশ এ বিষয়ে কোন রহস্য উদঘাটন করতে না পারায় ওই শিক্ষক শারিরীকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। বর্তমানে তিনি ঢাকার “হেল্থ এন্ড হোপ স্পেশালাইজড হাসপাতাল” এ আইসিওতে চিৎিসাধীন রয়েছেন।

অন্যদের মধ্যে এসময় ভুক্তভোগীর বড় ভাই কাশেম শিকদার, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, নিউজ টাঙ্গাইল এর সম্পাদক সাইফুল ইসলাম সাফলু,
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, বাদল হোসাইন, মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)। কৃষক শ্রমিক জনতালীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, জামিয়াতুল মোদারের্ছীন উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম মাসুম, উপজেলা যুব আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি