1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
জাফলং পাথর উত্তোলন শ্রমিক কার্যালয় পরিদর্শন হবিগঞ্জ জেলা ট্রাক শ্রমিক সভাপতি। - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
ad

জাফলং পাথর উত্তোলন শ্রমিক কার্যালয় পরিদর্শন হবিগঞ্জ জেলা ট্রাক শ্রমিক সভাপতি।

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১১৭ Time View

জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও শ্রমিক বহুমুখী সমবায় সমিতির কার্যালয় পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান ও শ্রমিক ইউনিয়নের,সভাপতি,জনাব মোঃ আবদাল মিয়া,আজ সোমবার জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও শ্রমিক বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে পরিদর্শন কালে তিনি শ্রমিক ও ব্যবসায়ীদের এক জরুরি সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং অবিলম্বে সিলেটের জাফলং পাথর কোয়ারি খুলে দিতে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় কৃপাদৃষ্টি আকর্ষন করেন।

এসময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান রেজি নং – চট্র-২১,৫৯ এর অন্তর্ভুক্ত গোয়াইনঘাট উত্তর-পূর্ব জাফলং আঞ্চলিক উপ-কমিটির সম্মানিত সভাপতি মোঃ ছবেদ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়া,এবং জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ শিরাজ মিয়া ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফুল মিয়া।

মোঃ ছবেদ মিয়া, মোঃ আব্দুর রহিম মিয়া,ও মোঃ শিরাজ মিয়া এবং মোঃ ফুল মিয়া তাদের ব্যক্তিগত মত প্রকাশ করে বলেন,এই সিলেট অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর একমাত্র কর্মসংস্থানের জায়গা হল আমাদের জাফলং পাথর কোয়ারি।

এই পাথর কোয়ারির সাতে কেন্দ্র করে রয়েছে, পাথর উত্তোলন করার শ্রমিক,রয়েছ পাথর বহন করার জন্য ট্রাক গাড়ি চালক,রয়েছে পাথর লোড করার লেভার, রয়েছে পাথর ভাংগার স্টোন ক্রাশার শ্রমিক,রয়েছে পাথর ব্যবসায়ীরা।
এখানে রয়েছে ট্রাক গাড়ি শিল্প জড়িত,রয়েছে স্টোন ক্রাশার শিল্প জড়িত। আজ আমরা একে বারে অসহায় উপরে আল্লাহ আর জমিনে আমাদের প্রধানমন্ত্রী এ ছারা আমাদের আর রক্ষা করার মতো কেউ নেই।

একটা গাড়ির দাম ৩২,০০০০০/ টাকা এই পাথর কোয়ারি বন্ধ থাকার কারনে ১০,০০০ হাজারের উপরে গাড়ির মালিকরা লিটন টাটা মোটরস লিঃ এর ঋণের বোঁঝা নিয়ে কেউবা দেউলিয়া হয়ে বেড়াচ্ছেন। এবং একটা স্টোন ক্রাশার তৈরি করতে প্রায় ১৫ / থেকে ১৮ লক্ষ্য টাকা ঋণ নিয়ে করেছেন স্টোন ক্রাশার, আজ ৪ বছর যাবত এই পাথর কোয়ারি বন্ধ থাকর কারনে পারছেন না ক্রাশার মালিকরা ব্যাংকের দেনা মেটাতে।
এর উপরে আবার লকডাউন,পরিবার পরিজন নিয়ে আমরা খুবই কঠিন সময় পার করতেছি।

আজ মনে পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের কথা,
এই বাঙালি জাতিকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করাটাই ছিলো উনার ভুমিকা, আজ উনি আমাদের মাজে নেই।

এই মাসেই ঘাতকরা সুপরিকল্পিতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার সহ নৃশংসভাবে হত্যা করে।

আজ আমরা স্মরণ করছি ১৫ ইং আগস্ট এর কাল রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শাহাদাত বরণ করেছিলেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

এবং আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি মহান মালিক আপনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নেক হায়াত দান করুন আমিন।
মাননীয় প্রধানমন্ত্রী।

আমাদের সিলেট অঞ্চলে পাথর কোয়ারি ছারা অন্য কোন কর্মসংস্থানের জায়গা নেই তাই আপনার কাছে আমাদের আহাজারি হলো এই করোনা মহারির দিগ বিবেচনা করে,
এবং সিলেটের জাফলং বাসিকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে ম্যানুয়াল পদ্ধতিতে অচল পাথর কোয়ারি সচল করার বিষয় আপনার সু মর্জি কামনা করি।

হবিগঞ্জ জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের,সভাপতি, জনাব মোঃ আবদাল মিয়া বলেন এই সিলেট জেলার মধ্যে অনেক শিল্পপতিরা রয়েছেন কিন্তু একটা দুঃখের বিষয় হল এই সিলেটের শ্রমিক দের জন্য একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিতে পারেননি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি কথা বলেতে চাই মাননীয় সংসদ সদস্য জনাব ইমরান আহমেদ মহোদয় আপনি সিলেট ৪আসন জৈন্তা গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ একাধিকবার সংসদ সদস্য হয়েছেন এবং বর্তমান বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হয়েছেন এটা আমাদের একটা গর্ব,তাই আপনার মাধ্যমে।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনো নেত্রী শেখ হাসিনার কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই,এই জৈন্তাপুর- গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ- কানাইঘাট এই ৪ তিনটি উপজেলার মধ্যে প্রায় ১৫ থেকে ১৬ লক্ষাধিক পাথর শ্রমিক রয়েছে, আজ প্রায় ৪বছর যাবত এই সিলেট অঞ্চলের ৫টি পাথর কোয়ারি গুলা বন্ধ রয়েছে,এই বিষয় গুলো আপনিও জানেন,এবং আপনি এটাও জানেন জে আপনার নির্বাচিত এলাকার মধ্যে পাথর কোয়ারি ছারা অন্য কোন কর্মসংস্থানের জায়গা নেই।

তাই আপনার কাছে আমাদের আকুল আবেদন এই জে।(২০২০) ও( ২০২১) অর্থবছরের, বৈশ্বিক করোনা মহামারীর, দিক বিবেচনা পূর্বক,
এবং সনাতন পদ্ধতিতে আমাদের জাফলং অচল পাথর কোয়ারি সচল করার বিষয় আপনার একান্ত সার্বিক সহযোগিতার জন্য,আপনার সু মর্জি কামনা করছি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি