1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
রাজধানীতে ডেঙ্গুর চোখ রাঙানি, সতর্কতা জারি করা হলেও নিয়ন্ত্রনে নেই পর্যাপ্ত ব্যবস্থা - dainikbijoyerbani.com
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
ad

রাজধানীতে ডেঙ্গুর চোখ রাঙানি, সতর্কতা জারি করা হলেও নিয়ন্ত্রনে নেই পর্যাপ্ত ব্যবস্থা

মোঃ বিবর্ণ শাহীন (ঢাকা)
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৪৯ Time View

ক্রমেই মারাত্মক হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর প্রতিটি ঘরই যেন এখন এডিস মশার দখলে। হাসপাতালগুলোতে বাড়ছে রুগীর চাপ, খোলা হয়ে নতুন শাখাও। গত ৪৮ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৬। গতকাল ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৭ জন। তাদের মধ্যে ৮৭ জন ঢাকার, বাকিরা বাহিরের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮৭।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে চার জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৭৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬৯৪ জন ও ঢাকার বাইরের ৬৮২ জন।

এই সময়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৭৩ জন। তাদের মধ্যে ঢাকায় এক হাজার ৩৪৩ জন ও ঢাকার বাইরে ৬৩০ জন।২০২২ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়েছিল। বছরের শেষ মাস ডিসেম্বরেই মারা যান ২৭ জন। ওই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন এর আগে ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি