মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার, জেলার জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে বাসিন্দা ও ৫ পীর মোকামরে খাদিম সফিক মিয়ার উপরে সন্ত্রাসী হামলা করেন ৮ জন সন্ত্রাসী রড লাঠি দা দিয়ে অতর্কিত হামলা চালায় ঘটনার তারিখ ২৫/০৬/২০২১, রোজ শুক্রবার রাত ১০. ঘটিকায় ঘটনাটি ঘটে খবর পেয়ে এলাকাবাসী ওনাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷ জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সামরিক চিকিৎসার পরে৷
মৌলভীবাজার সদর হাসপাতাল রেফার করেন রোগীর অবস্থা খারাপ দেখে স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে ২ দিন চিকিৎসা অবস্থায় ছিলেন৷ পরে শফিক মিয়া বাদী হয়ে৷ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৬নং আমল আদালতে মৌলভীবাজার একটি মামলা দায়ের করেন মামলা নং সি আর ৫৬/২১ মামলার আসামি ৮জন৷
আহত মোঃ সফিক মিয়া (৫০) পিতা মৃত রকিব আলী, গ্রাম উওর ভবানীপুর সংবাদকর্মীকে জানান৷ আসামীদের সহিত জায়গা জমি নিয়া আমার বিরোধ বিদ্যমান থাকায় সমুহ আসামীগন আমার ক্ষতি করার হীন পায়তারা করিয়া আসিতেছে এবং এলাকায় প্রকাশ করিয়া বেড়া ইতেছে যে, আমাকে আহার বসবাড়ীতে হইতে জোরপূর্বক উচ্ছেদ করিবে৷ ও অদ্য ২৬/০৬/২০২১ তারিখ চিকিৎসাদিন অবস্থায় আমি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ছাড়পত্র পয়ে বাড়ীতে এসে দেখি আমার ঘরে থাকা সবকিছু লুটপাট করে নিয়েছে
Leave a Reply