নিজস্ব প্রতিবেদক
বরগুনার বেতাগী উপজেলার কুমরা খালি গ্রামের বাসিন্দা পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আক্তার মোর্শেদ এর বিরুদ্ধে এলাকার একটি কু চক্রী মহল মিথ্যা অপবাদ দিয়ে মানববন্ধন করার অভিযোগ পা-ও গেছে সরেজমিনে ঘুরে দেখা গেছে মোঃ আক্তার মোর্শেদ এর চার ভাই দুই ভাই বাংলা দেশ পুলিশ বাহিনীতে ইনস্পেক্টর হিসেবে শুনামের সহিত কর্মরত আছেন তার এক ভাই দীর্ঘ বছর পর্যন্ত প্রবাসে থেকে দেশে এসে গরুর খামারের ব্যাবসা শুরু করেন এলাকা হিন্দু সম্প্রদায়ের মানুষজন বেশি থাকায় অনেকেই তাদের কাছে জমি জমা বিক্রি করেন অনেকেই জমি বিক্রি করে ঠিক মত জমি জমা বুজিয়ে দেয় নাই এবং অন্যত্র বিক্রি করেছেন একই জমি তারপর ও মোঃআক্তার মোর্শেদ ও তার ভাইয়েরা কোন মানুষের সাথে খারাপ আচরন করেনি বলে এলাকার সাধারণ মানুষের দাবি তারা বলেন ওসিসহ তার ভাইয়েরা কোন দিন এলাকার মানুষের সাথে খারাপ আচরন করেনি সম্প্রতি মানববন্ধন এর বিষয় জানতে চাইলে এলাকার মানুষ বলেন যে স্থানীয় ভূমিদস্যুতায় খ্যাতি অর্জন কারি বিনয় হাজরা ও তার সাথে কিছু প্রতারক চক্র সক্রিয় থেকে জমি বিক্রি করার কথা বলে ওসি সাহেব এর ও তার ভাইয়েদের কাছ থেকে টাকা নিয়ে বছর এর পর বছর পর্যন্ত প্রতারণা করে আসছে দলিল চাইলে মিটি শোন করার কথা বলে ঘুরাঘুরি করে বেরায় বার বার ওসি সাহেব কে টাকার জন্য চাপ সৃষ্টি করে ওসি সাহেব দলিল না দিলে টাকা দিবেনা বলে সাব জানিয়ে দেয় তার জন্য তার উপর আক্রোশ মুলুক মানববন্ধন করেন এলাকার সাধারণ মানুষ কে ত্রান দেবার কথা বলে একত্রিত করে মানববন্ধন করেন বলে সাধারণ মানুষ বলে সংবাদ সংগ্রহ করার জন্য এলাকায় গিয়ে কথা হয় শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুশ্রী ফণিভূষণ সিংহ তার সাথে সে বলেন ওসি সহ তার পরিবারের সকল সদস্য এরকম কোন কাজের সাথে জড়িত নয় বিনয় হাজরা তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ছায়া বানোয়াট মূলক মানববন্ধন করেন সে বিগত দিনে ওসি সাহেবের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে দলিল দিবে বলে দিচ্ছে না আমি অনেকবার এর জন্য সালিশ করেছি এবিষয়ে কথা হয় সাবেক মেম্বার স্বদেশ কুমার সুব্রত রায় তিনি বলেন আমাদের স্টেট এর সকল সম্পত্তি ওসি ও তার ভাইদের কাছে আমরা বিক্রয় করেছি যার কোন অভিযোগ নেই আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে কোন রকমের কোন জুলুম-নিপীড়ন সে কোনদিন করে নাই আমরা ছোট থেকে অত্র এলাকায় বড় হয়েছি কোন হিন্দু সম্প্রদায়ের লোক এরকমের কোন অভিযোগ ওসি সাহেবের বিরুদ্ধে দিতে পারবে না সে প্রতিটা পূজার সময় আমাদেরকে সহায়তা করেন এলাকার সাধারণ মানুষের জন্য তিনি ও তার ভাইয়েরা বিভিন্ন সহায়তা করেন মানববন্ধন এর অভিযোগ এর বিষয় জানতে বিনয় ভুষন হাজরার ফোনে ফোন দিলে তাকে পাওয়া যায়নি হিন্দু সম্প্রদায়ের জমি জমা দখল এর বিষয় কোন অভিযোগ আছে কিনা জানতে কথা হয় বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপুর সাথে তিনি জানান এরকম কোন অভিযোগ আমরা পাইনি
Leave a Reply