মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর (মইজনগরের), কবির মিয়ার ছেলে মনির হোসেন কে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন এস আই/ মিয়া নাসির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে, এসআই সুপ্রিয়া নন্দী, পিএস আজিজুল গাফফার
১৩/৮/২১ ইং সন্ধা অনুমান ০৬.০০ ঘটিকার সময় জুড়ী থানাধীন নাইট চৌমুহনী এলাকা থেকে জি আর ৯৮/১৯ (জুড়ী) এর পরোয়ানা ভুক্ত আসামী মনির হোসেন (২০), পিতা কবির হোসেন, সাং হরিরামপুর(মইজননগর), থানা জুড়ী, জেলা মৌলভীবাজার কে জুড়ী থানার একদল চৌকস পুলিশ গ্রেফতার করেন।
এব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা থাকায় আদালতের নির্দেশে তাহাকে আটক করা হয়। আটককৃত আসামীকে ১৪/৮/২০২১ তারিখ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়
জি আর ৯৮/১৯ (জুড়ী) এর পরোয়ানা ভুক্ত আসামী
Leave a Reply