ইয়ং জেনারেশনের মধ্যে বাংলাদেশের রক গিটারিষ্ট, গিটার বই লেখক, গিটার শিক্ষক ও মিউজিক কম্পোজার রোমো রোমিওর গিটার শেখার একাডেমী উদ্বোধন হলো ঢাকার মোহাম্মদপুরে । সেরা গিটার শিক্ষক ও গিটারের বই লেখার উপরে তিনি দুইবার সন্মাননা স্বারক অর্জন করেছেন । আইয়ুব তাকে গিটার ক্রাইয়ার উপাধী দিয়েছিলেন ।
রোমিও বলেন ‘ অনলাইনে বা অফলাইনে যারা সহজ নিয়মে দ্রুত গিটার শিখতে ইচ্ছুক তারা গিটার একাডেমীতে ভর্তি হলে তাড়াতাড়ি গিটার শিখতে পারবে । এই একাডেমীর মূল বৈশিষ্ট হলো এখানে গিটার থিওরী দিয়ে স্টুডেন্টরা গিটার শিখবে সহজেই যাতে নিজেরা একসময় গান-সলো উঠাতে পারে, নিজের উপর স্বয়ংসম্পূর্ণ হতে পারে । এখানে বিগিনারদের জন্য স্পেশাল কোর্সের ব্যবস্থা রয়েছে । এছাড়া যারা সলো, রিদম, লিড শিখতে ইচ্ছুক তারা গিটার একাডেমি থেকে দ্রুত আয়ত্ত করতে পারবে ।
গিটার একাডেমী তে ছাত্রদের অনেক সুযোগ সুবিধা দেয়া হয়ে থাকে যেমন একাডেমীর রেকর্ডিং স্টুডিও শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে, গিটারের উপর বিভিন্ন বই সংগ্রহ করতে পারবে, জ্যামিং করার ব্যবস্থা রয়েছে ।
যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ০১৯৩১৩৪৭২৪৭ নাম্বারে যোগাযোগ করতে পারে ।
Leave a Reply