মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ১০নং দক্ষিণ ভাগ (দঃ) ইউনিয়ন সমনভাগ চা বাগানের এক জাগ তারুণ্য বাংলাদেশ সরকারের সমবায় মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ট্রাস্ট নামক এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি গড়ে তুলে তাই আজ
সমবায় শক্তি সমবায় মুক্তি এই স্লোগান কে সামনে রেখে,, শারদীয় দূর্গা পুজাঁ উপলক্ষে,
ট্রাস্ট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত, হয় সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর জনাব সোহেল কুর্মীর, সভাপতিত্বে, প্রেম লাল রবিদাস এর সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০নং দক্ষিণ ভাগ (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজির উদ্দিন আহমদ, বিশেষ অতিথি, বিশিষ্ট ক্রীড়া সংঘঠক ও তরুন রাজনৈতিক কর্মী, জনাব মোঃ আব্দুল হাকিম ইমন, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনাব মাছুম আজির, ইউ পি সদস্য জনাব মতিলাল রায়, পন্ঞায়েত সভাপতি বাবু কন্দ মুন্ডা, ইউনিট ম্যানেজার জনাব দিপক বিশ্বাস, সমিতি পরিচালনা পরিষদের স্বনামধন্য সভাপতি জনাব হরেন্দ্র কুর্মী,সমিতি পরিচালনা পরিষদের অন্যতম সদস্য জনাব সুরেন রায় ঘাটোয়াল, দেওনারায়ন রবিদাস,দিপক কুর্মী,দুলাল চাষা,অমল স্বর্ণকার, এবং সমিতির ষ্ট্রাফ কর্মকর্তা দের মধ্যে উপস্থিত ছিলেন,, সুধন তন্তুবায়, রবি মুন্ডা, সুমন রিকমন,সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, রাজু বাঁকতি পাপ্পু, সভাশেষে প্রায় একশতাধিক সুবীধাভোগীদের মাঝে পুজাঁর শুভেচ্ছা সামগ্রী হিসাবে শাড়ী কাপড় তুলে দেন,
Leave a Reply