1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
কুলাউড়ার ১২নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্যের দুই বছরে যা করে দিয়েছেন। - dainikbijoyerbani.com
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
ad

কুলাউড়ার ১২নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্যের দুই বছরে যা করে দিয়েছেন।

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১১১ Time View

আসিফ জাহান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গত উপ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন স্বচ্চ ,নম্ৰ, ভদ্ৰ, সাধুতা সুদ্ক্ষ একজন সমাজ কৰ্মী,

১২নং পৃথিমপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ নির্বাচনে ১ম বারের মতো মেম্বার নির্বাচিত হয়েছেন জনতার জনাব মোঃ ফজল আহমেদ।

একজন সৎ, নিষ্ঠাবান এবং অত্যন্ত দক্ষ সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন৷

তৎপরবর্তী দীর্ঘদিনের
২নং ওয়ার্ডে সাবেক সদস্য জনাব ফজল আহমেদ বলেন,আমি ৩ অক্টোবর ২০১৮ ইং উপ নির্বাচনে জয়ী হয়ে রাতারাতি মাত্র দুই বছরে যা আমার এলাকাবাসীকে করে দিয়েছি তাতে আমি গর্বিত। নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়। আমি যে রকম ছিলাম সবার পাশে এখনো আছি আগামীতেও থাকবো। আমি গত দুইবছরে তথা ওয়ার্ডে যা করেছি।

আশ্রয়ন প্রকল্প ১৩৫ টি করেছি তার মধ্যে
সুলতনপুরে ২৩টি, দৌলতপুরে ৩টি, হাসামপুরে ৯, গনিপুরে ২৫ টি, মুদিপুরে ৪টি, এতে করে মোট ৬৪টি ঘর প্রদান করেছি।

এবং আমি মাটির রাস্তা দিয়েছেন, ১ম গনিপুর কনাই বাড়ীর গেট হতে ময়না কারীর বাড়ি প্রর্যন্ত,
২য় সুলতানপুর ২নং রোড হইতে রেখু মিয়ার বাড়ি প্রর্যন্ত। আবার চেরাগ মিয়ার বাড়ি থেকে মুদিপুরের রাস্তা প্রর্যন্ত। আবার, ইউসুফ ডাক্তারের বাড়ি থেকে সেলিমে দোকান প্রর্যন্ত।

আবার,সুলতানপুর ৩নং রোডের ঈদ হইতে পুর্ব দিকের ব্রীজ প্রর্যন্ত।
৩য় হাসাপুর ছাগলীকোনার হাওয়ারের মকবুল মিয়ার স-মিল হইতে পশ্চিম দিকে গিয়ে থামা গাং এর ব্রীজ প্রর্যন্ত। এতে করে আমি ৬টি মাটির রাস্তা করে দিয়েছি প্রতিটি রাস্তার ১.৫কি.মি দৌড়।

তারপরও আমি রাস্তা ইট সলিং করে দিয়েছি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট হতে,
সুলতানপুর ১নং রোড হইতে ২নং রোডের বাইপাস রাস্তা ২১৭ ফুট।
গনিপুর রেজার বাড়ি হইতে মেইন রাস্তা প্রর্যন্ত এখানে সরকারি ছিলো ২৫০ফুট আমি আরো ৭৫ ফুট দিয়ে মোট ৩২৫ ফুট দিয়েছি।

আবার, মহিলা ভাইস চেয়ারম্যানের নিকট হতে, গনিপুর পুরান ইট সলিং হতে আদনানের বাড়ির পশ্চিম প্রর্যন্ত ২১৭ফুট।
মদিপুরে জুবের মিয়ার বাড়ির সামন হতে দক্ষিণ দিকে গিয়ে পশ্চিম দিকে গেলো ২১৭ ফুট উল্লেখ এটি মসজিদের রাস্তা।
সুলতানপুর সেলিম মিয়ার বাড়ি হতে উত্তর দিকে গেলো ২১৭ফুট। মহিলা সদস্যের নিকট হতে, সুলতানপুর পুরাতন রাস্তা হতে পুর্ব দিকে ২১৭ফুট।

মৌলভীবাজার জেলার নিকট হতে দৌলতপুরের সংরুকারে হইতে মেইন রোড যাবে ২১৭ফুট। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট হতে দৌলতপুরে সুশিলের বাড়ির পাকা রাস্তা হতে দক্ষিণ দিকে গেলো ২১৭ফুট। আবারো চেয়ারম্যান মহোদয়ের নিকট হতে দৌলতপুরের পুরাতন সলিং হতে লিনু মরির বাড়ি প্রর্যন্ত ২১৭ ফুট। হাসাম পুর পুরাতন জামে মসজিদ হতে দক্ষিণ দিকে গেলো ২১৭ফুট। আবারও মৌলভীবাজার জেলার নিকট হতে হাসামপুরে লন্ডনী বাড়ি হতে উত্তর দিকে গেলো ২১৭ফুট।

এতে করে গত ২বছরে আমি আমার ২নং ওয়ার্ডের জনগনের জন্য করেছি। তা গত কোনো মেম্বার সাহেব করে দিতে পারেন নি বা পারবে না বলে জানান।

এলাকার গন্যমান্য ব্যাক্তিগন বলেন,আমাদের এলাকায় একবার ডাকাত এসছিল আমি দেখছি আমাদের মেম্বার সাহেব নিজে রাতে ওনার ভাই ভাতিজা নিয়ে ততা ওয়ার্ডে ঘুরাফেরা করছেন।যাতে ডাকাত ডুকতে না পারেন।
এই মেম্বার সাহেব থাকাকালীন অবস্থায় এলাকায় কেউ চুরি, ডাকাতি , মদ, জোয়া, সন্ত্রাসী, কিছু করতে পারে নি একটি আধুনিক ওয়ার্ড গড়ে তুলেছেন।

কিন্তু এই ৩য় ধাপের নির্বাচনে এলাকার অধিকাংশ মানুষ ২০০-৩০০টাকার বিনিময়ে তাদের ভোট বিক্রি করে ফেলেছে। তাদের বিকেক কে কাটিয়ে ভোট দেন নি। আমাদের সাবেক মেম্বার মোঃ ফজল আহমেদ খুব সৎ নিষ্ঠাবান ব্যাক্তি ছিলেন।আমরা এলাকা বাসী একজন সমাজ সেবকে হারিয়ে ফেলেছি। এলাকা বাসীর দাবী, আমাদের সাবেক মেম্বার কে চাই

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি