জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর হরিপুর হেমু বেলুপাড়া গ্রামে রাস্তার জায়গার জের ধরে প্রতিবেশীর গাছ কর্তন করেছে কিছু উশৃংখল যুবক। ৮ ডিসেম্বর বুধবার সকাল ৮ ঘটিকার সময় ঘটে এ ঘটনা। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায় হেমু বেলুপাড়া গ্রামের মাহমুদ আলী মাষ্টারের ছেলে আলামিন নিজ বাড়ির চারপাশ বাউন্ডারি ওয়াল তৈরি করছেন।। ৭ ডিসেম্বর বিকালে এ কাজে বাধা দেন একই গ্রামের মৃত ছমছুল ইসলামের ছেলে বিলাল আহমেদ ও নাসির মিয়া এবং মকবুল আলীর ছেলে ফখরুল ও ফরজুল এবং নজমুল। বাধা দেওয়ার কারণ জিজ্ঞাসা করতে গেলে তারা অকথ্য গালিগালাজ করেন আলামিন কে। অদ্য ৮ ডিসেম্বর সকাল ৮ ঘটিকার সময় দেশীয় অস্ত্র শস্র নিয়ে এরা আলামিন কে ডাকাডাকি করে।। প্রাণের ভয়ে আলামিন বাড়ি থেকে বের হয় নাই।। তার বিলাল নাসির ফখরুল ফরজুল নজমুল একত্রে আলামিনের বাড়ির পিছনে বেশ কিছু ঔষধি বনজি গাছ কর্তন করে। নিজেরা জোর পূর্বক আলামিনের বাড়ির ভিতর দিয়ে রাস্তা তৈরি করে। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দাখিল করেছেল। ভুক্তভুগি আলামিন।
Leave a Reply