সোহেল মিয়া,দোয়ারাবাজারঃ
কমিটিশূন্য দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষনা আসছে সামনের মাসে। এ নিয়ে উপজেলা যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে গত
বুধবার ৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন যুবদলের কর্মীসম্মেল।
ইউনিয়ন কমিটির সর্বোচ্চ পদ পেতে উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে নেতৃবৃন্দদের কাছে দৌড়ঝাঁপ আর কৌশল বিনিময়ের কমতি রাখছেন না পদ প্রত্যাশীরা।
ঠিক এমনি সময় আলোচনায় সাবেক ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন।
সানোয়ার হোসেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হতে যেমন যোগ্যতার কমতি রাখেনি, তেমনি দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ও তার ভূমিকার কোন শেষ নেই। রাজপথ কাঁপানো এই নেতা দল ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করতে যেমন রাজপথে একাধিকবার প্রতিপক্ষের ষড়যন্ত্র ও হামলার শ্বিকার হয়েছেন। ঠিক তেমনি রাজনৈতিক মামলার আসামী হয়ে ও একাধিকবার ছাড়তে হয়েছে নিজ ঘুমানোর বিছানা ও পরিবার পরিজনের ভালোবাসা।
নির্যাতিত নিপিড়িত এই নেতা সানোয়ার হোসেন দীর্ঘদিন নরসিংপুর ইউপি যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব ও পালন করেছেন।
সানোয়ার বলেন, দলের এই দু-র্সময়ে ইউনিয়ন যুবদলের কমিটির সর্বোচ্চ পদে থেকে দলকে সুসংগঠিত করতে চান তিনি। ইউনিয়নব্যাপী বাস্তবায়ন করতে চান দলের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো। এসময় তিনি যাচাই বাঁচাইপূর্বক ত্যাগি কর্মীদের ইউনিয়ন কমিটিতে মূল্যায়ন করতে কেন্দ্রীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
Leave a Reply