মির্জা সাইদুল ইসলাম সাঈদ
স্টাফ রিপোর্টার দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুরে ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কার ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে দুটি গতিরোধক নির্মাণের মাধ্যমে নিরাপদ সড়ক দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার(১০অক্টোবর) সকালে নলুয়া-টাঙ্গাইল সড়কের কলাবাগান এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেড়বাড়ি ও পাহারকাঞ্চনপুর এলাকার তিন শতাধিক লোক মানববন্ধনে অংশ নেয়।
এসময় যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, সহ সভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খলিলুর রহমান, নজরুল ইসলাম, ইউপি সদস্য বছির উদ্দিন মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা উল্লেখ করেন, সখিপুর থেকে বাসাইল,টাঙ্গাইল যাতায়াতের জন্য এটিই একমাত্র জনগুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন প্রায় কয়েক হাজার যান চলাচল করে এই সড়কটি দিয়ে, যার ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা,
আর এই সকল সড়ক দুর্ঘটনা এড়াতে স্থানীয় জরাজীর্ণ সরু ব্রিজটির সংস্কার দাবি করেন এবং সড়কে গতিরোধক নির্মাণের দাবি জানান।
উল্লেখ্য, নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ি কলাবাগান এলাকায় মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গত ৮ অক্টোবর এখানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফাহাদ নামে এক কলেজ ছাত্র নিহত হওয়াতে এলাকাবাসীর মধ্যে তাদের সন্তানদের নিয়ে এখন চরম হতাশা বিরাজ করছে।
Leave a Reply