মো:ওসমান গনি শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে সাবেক মেয়র মতিয়ার রহমান মতিনকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এসময় তার বহিষ্কার দাবী করা হয়।
রবিবার বিকেলে বিএনপি’র (পল্টন) কার্যালয় হতে মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার শহীদ মুগ্ধ স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ
শেষে মতিয়ার রহমান মতিনের কুশপুত্তলিকা দাহ করে বিএনপি। এসময় “দূর্দিনে পাশে নাই সে মতিনের দরকার নাই, মতিনের দুই গালে জুতা মারো তালে তালে” স্লোগান দিতে থাকে বিএনপির নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, বিএনপি নেতা তাহেরুল ইসলাম, এম আবু তাহের, মাস্টার হারুনর রশীদ, আব্দুর রাজ্জাক, ফারুক আহমেদ, যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, মহিলাদল নেত্রী পৌর কাউন্সিলর মিনারা বেগম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌর মহিলা দলের নেত্রী কাউন্সিলর শামসুন্নাহার, পৌর যুবদল নেতা আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা এবিএম মাসুদ রানা মাছুম, রায়হানুল হক রনি, শাহিদুল ইসলাম সোহেল, জাকিরুল ইসলাম জনি, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন বাপ্পি, মেহেদী হাসান মেহেদী, বারিক মোল্লা, জনি মন্ডল, আইয়ুব কাজী, উপজেলা ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, পৌর ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম আলামিন, সাকিব হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply