1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
সুকর্ম মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ - dainikbijoyerbani.com
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
ad

সুকর্ম মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

মো: নাসির (নিউজার্সি, আমেরিকা থেকে)-

যারা কঠোর পরিশ্রম করে তারা সবসময় জয়ী হয়। ধনী আর দারিদ্র ভাগ্যের খেলা-ভাগ্য কখন কাকে ধনী আর কখন গরীব করবে তা কেউ জানে না। যদি কেউ মনেপ্রাণে পরিশ্রম করে-তবে সে অবশ্যই সফলতা পায়। যারা তাদের স্বপ্নকে সত্যি করতে বদ্ধপরিকর, যতই কষ্ট আসুক না কেন, সে সাফল্যের সিঁড়ি দিয়ে এগিয়ে যায়। আমার বড় Power আমার আমমার দোয়া ।Prayer has no color but prayer definitely brings color .Wisdom is greater than knowledge.আমি ত্রটা সবসময় মনে করি Life is not about finding yourself.life is about creating help others.Difficult doesn’t mean impossible.It simply means that you have to work hard.কর্ম ছাড়া বিশ্বাস মৃত।Thieves do not listen to religion. The dog’s tail is not straight.তাই জীবনে চলার জন্য ভালো মানুষের সাথে উঠা বসা করা দরকার ।মার্কিন নীতিই হচ্ছে সময় ও প্রয়োজনে ঝোপ বুঝে কোপ দেওয়া। আসলেই ভাগ্য একটা ফ্যাক্টর। সৃষ্টিকর্তা আমার সঙ্গে সবসময় ছিলেন ত্রবং আছে। এটাই তার প্রমাণ। এটা আমার কাছে মেঘ না চাইতে বৃষ্টির মতো ঘটনা।মানুষের জীবন নদীর মতো। কখনও জোয়ার, কখনও ভাটা। আমাদের জীবনে কিছু মানুষ আসে, কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না।Help is a very expensive gift. So do not expect it from everyone. Because very few people are Rich by Heart. Rest others only talk.অধ্যাপক ড. মিজানুর রহমান মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় উনি আমার ত্রকজন ভালো Advisor .উনি আমার বনধু ত্রবং বড় ভাই ।ত্রটা আমাদের সবসময় মনে রাখতে হবে Nothing is permanent.Donot stress yourself too much because no matter how bad the situation is — It will change.প্রাকৃতিকভাবেই মানুষ মানুষের সাফল্য সহ্য করতে পারেনা।কিনতু আমি আমার কাছের মানুষের ভালো খবরে সব সময় খুশি হয় ।জীবনটা যেমন ছোট পৃথিবীও ছোট হয়ে আসছে। আমরা কেউ কেউ কারো দুঃখ, সুখ, উন্নতি কোনটাই সহ্য করতে পারিনা। পরশ্রীকাতরতা আমাদের প্রধান অলংঙ্কার এখন।How to take the right decision?1) Think about your goal 2)Information & knowledge is the only key3)Think about the results 4)Take the decision কিনতু আমাদের বাংলাদেশের মানুষরা বেশী Selfish . ত্রটা কেহ মনে করে না ক্ষমতা কারো চিরকাল থাকে না। ক্ষমতায় থাকাকালীন চারপাশে ভিড় করে থাকা সুখ-পাখীরাও ক্ষমতার পালা বদলে উড়ে চলে যায় নতুন ক্ষমতাসীনের কাছে।কাউকে Revenge না নেওয়া ভালো ।কারন আমার নিজ চোখে দেখা Do not take revenge. The rotten fruits will fall by themselves.সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগোতে গেলে শেকলের মত পা জড়িয়ে টেনে ধরে। ভাল থাকুক চারপাশের মানুষগুলো। ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভাল থাকুক। অভিশাপ না দিলেও “রুহের হায়” বলে একটা কথা আছে, যাকে Revenge of Nature” বলে।।Dr Karl Latortue আমার ত্রকজন ভালো বনধু ।তার মতেA bad attitude is like a flat tire-you can not go anywhere until you change it.তিনি আমাকে আরো বলেন বাইরের জোরে ডিম ভাঙলে জীবন শেষ। যদি ভিতরের জোরে ভাঙে তবে জীবন শুরু হয়। মহৎ জিনিস সবসময় ভেতর থেকে শুরু হয়।Dr Karl মতে দীর্ঘায়ু হওয়ার গোপন রহস্য হলো–
অর্ধেক খাও, দ্বিগুণ হাঁটো, তিনগুণ হাসো এবং সীমাহীন ভালোবাসো।ষড়যনত্র Conspiracy থেকে সবসময় নিজেকে দূরে রাখা ভালো ।ড.মীজানুর রহমান
অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মতে ষড়যনত্র সবচেয়ে পুরাতন যনেত্রর নাম -ষড়যনত্র যা যুগের পর যুগ সাভিসিং ছাড়াই চলছে ।সবুরে মেওয়া ফলে’ যার অর্থ অপেক্ষার ফল সুমিষ্ট হয়। দীর্ঘ অপেক্ষা, ধৈর্য ও অধ্যবসায়ে যে সাফল্য আসে তা অনেক বড় হয়।দরিদ্র ঘরে জন্মানোটা কোন খারাপ বিষয় নয়। তবে নিজের মনে যদি উচ্চাকাঙ্ক্ষার স্বপ্ন থাকে, উচ্চাশা থাকে, তবে তা পূরণ হবেই। নিজের লক্ষ্যে স্থির থাকলে, দারিদ্রতার বাঁধা মানুষের কাছে যে কোন বাঁধাই নয়, তা আবারও প্রমাণ হয়ে গেল। শুধু থাকতে হবে নিজের লক্ষ্যে স্থির, তাহলেই জীবনে সফলতা আসতে বাধ্য।আমি জানি আমার জন্য তেমন কিছুই অপেক্ষা করছে ।জীবনে গত ২০২১সালে সময় আর্থিক সংকটে থাকলেও, সেই দুর্দিনের মধ্যে থেকেই নিজের লক্ষ্যে স্থির থেকে, আজকের দিনে নিজের জীবনে সফল আনতে Hard working করে যাচ্ছি ।বাস্তবিক বুদ্ধিসম্পন্ন হোন। লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে অন্যের সহায়তা নিন। এক মাইল যদি কোনদিন না দৌড়ে থাকেন, তবে ম্যারাথনে যোগ দিতে যাবেন না। বাস্তবতাবিবর্জিত কোনো কাজে এগিয়ে যাবেন না। এতে কেবল হতাশা ভর করে। নতুন বছরে কোনো হতাশা না নিতে চাইলে ২০২২সালে বৈষয়িক হতে হবে।সবসময় মনে রাখবেন Not everyone will appreciate what you do for them. You have to figure out who is worth your kindness and who is just taking advantage

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি