নীলগঞ্জ ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ফরম জমা দিলেন মানবাধিকার কর্মী মোঃশাহাবুদ্দিন।
স্টাফ রিপোর্টার। কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো.শাহাবুদ্দিন আজ ২৪/১১/২১ইং তারিখ রোজ বুধবার দুপুর ০২ঃ০০ ঘটিকার সময় তার ওয়ার্ডের এলাকাবাসী ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আঃরশিদ এর নিকট মনোনয়ন ফরম দাখিল করেন।
প্রস্তাবকারী আঃ মোতালেব ফরাজি ও সমার্থনকারী মোঃ হেলালউদ্দিন এসময়ে উপস্থিত ছিলেন। মাওঃ শামসুদ্দীন, আঃহামেদ ফরাজি, মোঃ ইমাম হোসেন ঢালী,মোঃ আলী আহম্মদ ফরাজি, আবুল বাশার, রুহুল আমীন, জাহাঙ্গীর ফরাজি, আঃ আজিজ মোক্তার, নুরুল ইসলাম, আঃ হলিম খান, আঃ ছালাম হাং, নুরুল হক খলিফা প্রমুখ্য উপস্থিত ছিলেন।
মেম্বার প্রার্থী মোঃশাহাবুদ্দিন। বলেন, আমি এলাকার জনগণের সুখে-দুঃখে দীর্ঘদিন ধরে কাজ করেছি । উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি ০৮নং ওয়ার্ডের গরিব দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকতে চাই। ০৮নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গঠন করতে চাই।
আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমার ওয়ার্ডের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আশা করি জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে প্রধানমন্ত্রীর দেয়া অঙ্গিকা বাস্তবানে গ্রামকে শহরে রুপান্তে অঙ্গিকবদ্ধ । এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply