রাঙ্গাবালী থানায় ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আটকঃ দেওয়ান জগলুল হাসান, অফিসার ইনচার্জ রাঙ্গাবালী থানার নেতৃত্বে এসআই মোঃ শাহাবুদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানা থেকে ৩০ কিঃ মিঃ দূরবর্তী ফেলাবুনিয়া লঞ্চঘাটে ঢাকা টু কলাপাড়াগামী “এমভি ইয়াদ” লঞ্চটি থামাইয়া তল্লাশী করা হয়। তল্লাশীকালে আসামী মোঃ হেলাল হাওলাদার (২৮), পিতা-মৃত নাসির উদ্দিন হওলাদার, সাং-কাজীকান্দা, মৌডুবী, থানা-রাঙ্গাবালী, জেলা-পটুয়াখালী এর দখল হতে কালো রংয়ের ট্রাভেলিং ব্যাগের মধ্যে রক্ষিত খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো দুই পোটলায় প্রত্যেকটিতে ০২ কেজি করে মোট ০৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার অবৈধ বাজার মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ২৬-১১-২০২১ খ্রিঃ সকাল ০৫ঃ২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Reporter Name
-
Update Time :
শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
-
২৩৪
Time View

পটুয়াখালী জেলা প্রতিনিধি
দেওয়ান জগলুল হাসান, অফিসার ইনচার্জ রাঙ্গাবালী থানার নেতৃত্বে এসআই মোঃ শাহাবুদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানা থেকে ৩০ কিঃ মিঃ দূরবর্তী ফেলাবুনিয়া লঞ্চঘাটে ঢাকা টু কলাপাড়াগামী “এমভি ইয়াদ” লঞ্চটি থামাইয়া তল্লাশী করা হয়। তল্লাশীকালে আসামী মোঃ হেলাল হাওলাদার (২৮), পিতা-মৃত নাসির উদ্দিন হওলাদার, সাং-কাজীকান্দা, মৌডুবী, থানা-রাঙ্গাবালী, জেলা-পটুয়াখালী এর দখল হতে কালো রংয়ের ট্রাভেলিং ব্যাগের মধ্যে রক্ষিত খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো দুই পোটলায় প্রত্যেকটিতে ০২ কেজি করে মোট ০৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার অবৈধ বাজার মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ২৬-১১-২০২১ খ্রিঃ সকাল ০৫ঃ২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply